চট্টগ্রাম টেস্টে মুশফিক বাহিনীকে বেশ ভোগাচ্ছে ওয়ার্নার-হ্যান্ডসকম্ব জুটি। স্মিথের অাউটের পর এ জুটির ব্যাট থেকে এখনো পর্যন্ত এসেছে ১২৫ রান। অন্যদিকে জীবন পেয়ে ওয়ার্নার এগুচ্ছেন সফরের দ্বিতীয় সেঞ্চুরি করার পথে। ৫২ রানে একবার বেঁচে গিয়েছিলেন। সেবার ডেভিড ওয়ার্নারের ক্যাচ ছেড়েছিলেন মুমিনুল হক। এবার সুযোগ এসেছিল মুশফিকুর রহিমের সামনে। স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেছেন অধিনায়ক।
মেহেদী হাসান মিরাজের বল খেলতে অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন ওয়ার্নার। নিচু হওয়া বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। মুশফিক বল ধরতেই পারেননি। দেরিতে প্রতিক্রিয়া দেখানোয় হাতছাড়া হয় দারুণ একটি সুযোগ। সে সময় ৭৩ রানে ব্যাট করছিলেন ওয়ার্নার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২২৫/২। ওয়ার্নারের রান ৮৬, হ্যান্ডসকমের ৭০। এখনও ৭৯ রানে পিছিয়ে অতিথিরা।
বিডিপ্রতিদিন/ ৫ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান