ক্রিকেটে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন রেকর্ড আর কীর্তির। তবে উপমহাদেশের উইকেট কন্ডিশনে অন্যদের রেকর্ড গড়া বেশ কষ্টসাধ্য। তবে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন গড়লেন নতুন কীর্তি যেটা আর কারও নেই। অফ স্পিনার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে প্রথম ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
টেস্টে স্পিনারদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে এর আগে এক ইনিংসে ন্যূনতম ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল স্টুয়ার্ট ম্যাকগিল, দানিশ কানেরিয়া ও রঙ্গনা হেরাথের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চতুর্থ স্পিনার হিসেবে একই কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। বাংলাদেশের প্রথম ইনিংসে লায়নের বোলিং ফিগার ৩৬.২-৭-৯৪-৭!
তবে লায়ন একটি জায়গায় অনন্য। ম্যাকগিল, কানেরিয়া ও হেরাথদের কেউ অফ স্পিনার নন, অর্থাৎ অফ স্পিনার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে প্রথম ৭ উইকেট নেওয়ার কীর্তি এখন লায়নের।
বিডিপ্রতিদিন/ ৫ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান