ঢাকা টেস্টের পর চট্টগ্রাম টেস্টেও সেঞ্চুরির দেখা পেয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির পর তৃতীয় দিনের খেলা শুরু হলে সেঞ্চুরি তুলেন নেন ওয়ার্নার। নাসিরের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি উদযাপন করেছেন অজি সহ অধিনায়ক।
সেঞ্চুরি পেতে ওয়ার্নার বল খেলেছেন ২০৯টি। যেখানে চারের মার ছিল ৫টি। অন্যদিকে তাকে বেশ ভাল সঙ্গ দিয়েছেন পিটার হ্যান্ডসকম্ব রান আউট হওয়ার আগে তিনি করেন ৮২ রান। তাদের ১৫২ রানের জুটির উপর ভর করে ৩ উইকেটে ২৬০ রান সংগ্রহ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।
এর আগে ঢাকা টেস্টে একাই দলকে টেনে তুলেন ওয়ার্নার দ্বিতীয় ইনিংসে খেলেন ১০৯ রানে কার্যকরী ইনিংস।
বিডিপ্রতিদিন/ ৬ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান