দিনের শুরুতে পেট কামিন্সের বলে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। দলীয় ১১ রানের মাথায় আউট হন সৌম্য। এরপর তামিম ইকবাল ও ইমরুল কায়েসের মধ্যে ২১ রানে একটা ছোট জুটি হয়েছিল। কিন্তু সেই জুটিতে ছিড় ধরালেন অজি স্পিনার নাথান লায়ন। দলীয় ৩৬ রানে তার স্পিন ঘূর্ণিতে পরাস্ত হয়ে উইকেট কিপার ম্যাথু ওয়েডের তালুবন্দি হন তামিম।
আর তামিম-সৌম্যের উইকেট খুইয়ে ব্যাপক চাপে পড়েছে স্বাগতিকরা। এখনো লিডের ৭২ রান টপকাতেই পারেনি মুশফিক বাহিনী।
এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নেন মুস্তাফিজুর রহমান। ওভারে পঞ্চম বলে নাথান লায়নকে নিজের শিকারে পরিণত করেন কাটার মাস্টার। ফলে চতুর্থ দিনে কোনও রান যোগ না করেই ইনিংস শেষ হয়েছে সফরকারীদের।
গতকাল ৯ উইকেটে ৭২ রানের লিড নিয়ে ৩৭৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল স্মিথরা। সেখানেই থামল অজিদের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ৪টি, মিরাজ ৩টি এবং সাকিব, তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।
বিডিপ্রতিদিন/ ৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান