মুমিনুল হকের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশকে কিছুটা টানার চেষ্টা করেছেন মুশফিকুর রহিম। কিন্তু মুমিনুলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি টাইগার অধিনায়ক। কামিন্সের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। আউট হওয়ার আগে ১০৩ বলে ৩১ রান করেছেন মুশফিক।
অন্যদিকে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্টাম্পিং হয়ে ফিরছেন সাব্বির রহমান। দলের দুঃসময়ে হাল ধরতে পারেননি তিনি। নাথান লায়নের বল এগিয়ে এসে প্রতিহত করতে গেলে সেটি নিচু হয়ে ম্যাথু ওয়েডের হাতে জমা হয়। আর তাতেই উইকেট ভেঙে দিলে ব্যক্তিগত ২৪ রানে ফিরতে হয় সাব্বিরকে।
এরপর ৪২ ওভারে তিন অঙ্কে গেছে বাংলাদেশের দলীয় সংগ্রহ। প্রথম ইনিংসে চার নম্বরে নামা বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল এবার নেমেছেন আট নম্বরে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদশে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করেছে। মুমিনুল অপরাজিত ২৬ রানে আর মিরাজ ৯ রানে।
এর আগে দিনের শুরুতেই পাঁচ উইকেট হারিয়েছে টাইগাররা। তামিম ও ইমরুল কায়েস ছাড়া কেউই দুই অঙ্কের ঘর পেরোতে পারেন নি। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাসির হোসেনও।
বিডিপ্রতিদিন/ ৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান