২০০৪ সাল। তখন ফর্মের তুঙ্গে বিশ্বসেরা টেনিস তারকা রজার ফেদেরার। আর তখনই নাকি অবসরে যাওয়ার কথা ভেবেছিলেন এ সুইস তারকা। ক্যালেন্ডারের হিসেবে ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও সেই ফেদেরার ফুরিয়ে যাননি। একের পর এক শিরোপা ঘরে তুলছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফেদেরার বলেছেন, ‘২০০৪ সালে বিশ্বের ১ নম্বর হওয়ার পরই মনে হয়েছিল, অবসর নিয়ে ফেলি। কিন্তু তারপর মনে হল, আমার তো নতুন করে কাউকে কিছু প্রমাণ দেওয়ার নেই। তাই খোলা মনে খেলতেই পারি।’
উল্লেখ্য ২০৭ সপ্তাহ টানা এক নম্বর জায়গাটা দখল করে রেখেছিলেন ফেডেরার সেই সময় শেষ পর্যন্ত ২০০৭ সালে জায়গাটা ছিনিয়ে নেন নাদাল। পরে অবশ্য ২০০৯–এ আবার পুরনো জায়গা ফিরে পেয়েছিলেন তিনি।
এখন যেখানে যান, মাঝে মাঝেই শুনতে হয় প্রশ্নটা। বয়স বাড়ছে বলেই অবসরের প্রসঙ্গটা আসে। পারফরমেন্সে বয়সের ছাপ না থাকলেও, ফেডেরার বলেছেন, ‘অবসর? সে তো আজ নয় কাল নিতেই হবে। আমি যে এখন ২২–র নই সেটাও জানি। তবে দিনক্ষণ ঠিক করিনি। যদি শরীর দেয়, আমার পরিবার রাজি থাকে, যদি সাফল্য আসে, যদি এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ানোর ক্ষমতা থাকে— তা হলে খেলব আরও কিছুদিন। কিন্তু এই চারটে বিষয়ের কোনওটা ঠিক না হলেই থেমে যাব। এটুকু বলতে পারি, এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি।’
বিডিপ্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৭/ ই জাহান