অপেক্ষা শেষে বৃহস্পতিবার ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হচ্ছে অ্যাশেজ যুদ্ধ। ২২ গজের ক্রিজে সামনা-সামনি লড়াইয়ের জন্য প্রস্তুত ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর তারই অংশ হিসেবে টেস্টের একদিন আগে বুধবার একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
একাদশের বাইরে রাখা হয়েছে ক্রেইগ ওভারটনকে। আর দলে জায়গা পেয়েছে পেসার জ্যাক বল। এর আগে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোড়ালির ইনজুরিতে পড়েন বল। ইনজুরি থেকে সেরে ওঠায় ব্রিসবেন টেস্টের একাদশে জায়গা করে নেন তিনি।
ইংল্যান্ড একাদশ
অ্যালেস্টার কুক, মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক বল ও জেমস অ্যান্ডারসন।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ