সময়টা দারুণ যাচ্ছে বার্সেলোনার। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে অপ্রতিরোদ্ধ মেসি-সুয়ারেজরা। আর সেই দুর্দান্ত ফর্ম নিয়েই ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল বার্সেলোনা আর ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। জয় পায়নি কোনো দল। গোলশূন্য ড্র করলেও ‘ডি’ গ্রুপ থেকে সেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সা।
বার্সার শুরুর একাদশে ছিলেন না বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। এছাড়া গোলরক্ষক হিসেবে জায়গা পান টার স্টেগেন। দলে আরও ছিলেন সেমেদো, জেরার্ড পিকে, রাকিতিচ, সার্জিও, ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ, পাউলিনহো, দেউলোফেউ, লুকাস ডিগনে আর স্যামুয়েল উমতিতি। এদিকে, জুভেন্টাসের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন বুফন, বেনাশিয়া, হুয়ান কুয়াদ্রাদো, প্যাজনিক, সামি খেদিরা, অ্যালেক্স সান্দ্রো, পাওলো দিবালা, দগলাস কস্তা আর গঞ্জালো হিগুয়েইনের মতো তারকারা।
ম্যাচের প্রথম ২০ মিনিটে স্বাগতিক জুভেন্টাসকে পাত্তাই দেয়নি বার্সা। তবে, ১৭ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছিলেন দিবালা। বার্সার ডিফেন্ডারদের মাঝে ভুল বোঝাবুঝিতে বল পান আর্জেন্টাইন এই তারকা। ডি-বক্সে থেকে গোলবারে জোরালো শট নিলেও বার্সার গোলরক্ষক টার স্টেগেন ঝাপিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নেন। এরপর ৪২তম মিনিটে দেউলোফেউয়ের বাঁকানো শট রুখে দেন জুভিদের অন্যতম সেরা তারকা গোলরক্ষক বুফন।
বিরতির পর খেলার ৫৬ মিনিটের মাথায় দেউলোফেউয়ের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে বিরতির পরও কোনো দল গোলের দেখা পায়নি।
লা লিগায় ১২ ম্যাচ (১১ জয় ও ১ ড্র) শেষে এখনো হারের স্বাদ পায়নি বার্সা। এই ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও (৩ জয় ও ১ ড্র) সেই ধারা অব্যাহত রেখে মাঠে নামে মেসি-সুয়ারেজদেররা। মাঠে নামার আগে ১ পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত কিংবা জুভিদের মাঠে হার এড়ালেই শেষ ষোলোতে পা রাখবে স্প্যানিশ জায়ান্টদের।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ