চ্যাম্পিয়ন্স লিগে আজারবাইজানের কারাবাখকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। এক ম্যাচে বাকি রেখেই শেষ ষোলোতে পা রেখেছে ইংলিশ ক্লাবটি। এর আগে হোম ম্যাচে কারাবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।
এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে চেলসিকে এগিয়ে দেন বেলজিয়ামের মিডফিল্ডার হ্যাজার্ড। এরপর উইলিয়ানকে ডি-বক্সের মধ্যে ফাউল করায় সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার রাশাদ সাদিকোভ। ফলে দশজনের দলে পরিণত হয় কারাবাখ।
এরপর ৩৬তম মিনিটে হাজার্ডের অ্যাসিস্ট থেকে ব্যবধানটা দ্বিগুণ করেন উইলিয়ান। বিরতির পর খেলার ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন ফাব্রেগাস। আর ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আপাতত ‘সি’ গ্রুপের শীর্ষে চেলসি।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ