যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক দলের সাবেক চিকিৎসক লরি নাসেরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অলিম্পিকে তিনবারের স্বর্ণজয়ী জিমন্যাস্ট গ্যাবি ডগলাস। অভিযোগ এনেছেন তার সতীর্থ অ্যালি রেইসম্যান। তবে শুধু একজন কিংবা দু'জন নয়, ওই চিকিৎসকের বিরুদ্ধে ১২৫ জন নারীকে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। খবর হাফিংটন পোস্টের।
২০১২ লন্ডন অলিম্পিকে অলরাউন্ড চ্যাম্পিয়ন তথা তিনবারের স্বর্ণজয়ী মার্কিন জিমন্যাস্ট ডগলাস ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘নাসেরের মুখোশটা খুলতে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম।’
গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় নারীদের পোশাক বিতর্কে মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন গ্যাবি। পরে সেই পোস্ট ডিলিট করে দুঃখপ্রকাশ করেন তিনি।
গ্যাবি ডগলাস
প্রায় দু’ দশক মার্কিন জিমন্যাস্টিক্স দলের চিকিৎসক ছিলেন নাসের। শুধু ডগলাসই নয়, নাসেরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ডগলাসের সতীর্থ অ্যালি রেইসম্যান। আত্মজীবনী ফিয়েসার-তে নাসেরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে সর্বমোট ১২৫ জন নারীকে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। আর এটা প্রমাণ হলে নাসেরের ২৫ বছরের জেল হতে পারে।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৭/মাহবুব