কলকাতা নাইট রাইডার্সে মহম্মদ সামিকে খুব কাছ থেকে দেখেছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। যাশপ্রীত বুমরাকে খুব কাছ থেকে দেখার সুযোগ না হলেও টিভিতে ভারতের এই পেস বোলারের খেলা দেখেছেন। এই দুই বোলারের বোলিং বেশ মনে ধরেছে ওয়াসিম আকরামের।
সামি যদি রান আপ ঠিক করতে পারেন, আর বুমরা যদি কাউন্টি ক্রিকেট খেলেন, তাহলে এই বছরে ইংল্যান্ড সফরে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে মনে করছেন পাকিস্তানের এই কিংবদন্তি পেস বোলার।
মহম্মদ সামি সম্পর্কে আকরাম বলেছেন, ‘সামি খুবই ভাল বোলার। কিন্তু কখনও কখনও আমার মনে হয় ও সমস্যায় ভুগছে। একজন জোরে বোলার হিসেবে ওর উচিত স্প্রিন্ট টেনে ব্যাটসম্যানকে ভয় পাইয়ে দেওয়া।’
তার অভিমতের টেকনিক্যাল ব্যাখ্যাও দিয়েছেন আকরাম। তিনি বলেছেন, ‘রান আপের সময় ক্রিজে ঢোকার ঠিক আগের মুহূর্তে ছোট স্ট্রাইড ফেলে সামি। যখন ছন্দে থাকে, তখন ওর স্ট্রাইড ঠিকঠাক থাকে। কিন্তু যখন ছন্দে থাকে না, তখন স্ট্রাইড ছোট হয়ে যায়। এটা সম্পূর্ণ বিপরীত হওয়া উচিত।’
স্ট্রাইড ছোট হয়ে গেলে বলের গতি অনেক কমে যায় বলে জানিয়েছেন আকরাম। তিনি বলেন, ‘যখন কোনও বোলারের স্ট্রাইড ছোট হয়ে যায়, বোলারের বোলিং অ্যাকশন অসম্পূর্ণ থেকে যায়। পেছন থেকে যে শক্তি উৎপন্ন হয়, সেটা পাওয়া যায় না, ফলে বলের গতি অনেকটাই কমে যায়।’
এদিকে আকরামের মতে ইংল্যান্ড সফরে বুমরাকে সাফল্য পেতে গেলে আগে কাউন্টি ক্রিকেটে খেলতে হবে। আকরাম বলেছেন, ‘ভারতীয় বোর্ড ক্রিকেটারদের কাউন্টিতে খেলার অনুমতি দেবে না। বুমরা যদি প্রতি বছর এক মাস কাউন্টি ক্রিকেটে খেলে, অনেক ভাল বোলার হয়ে উঠবে। ভারতীয় বোর্ডকে বলতে হবে, এক মাস আইপিএলের কথা ভুলে যাও, কাউন্টি ক্রিকেটে খেলো।’
তবে টি-টোয়েন্টি'র বিশেষজ্ঞ বোলার হিসেবে পরিচিত হলেও টেস্ট ক্রিকেট যেভাবে শুরু করেছেন বুমরা, ভাল লেগেছে আকরামের। অভিজ্ঞতা বাড়লে আরও উন্নতি করবেন বলে মনে করছেন তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর