রাশিয়ার ৪৭ অ্যাথলেট ও কোচের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত। ফলে দক্ষিণ কোরিয়ায় শুক্রবার শুরু হওয়া শীতকালীন অলিম্পিকে অংশ নিতে পারছেন এসব অ্যাথলেট। শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই আদালত রায় দিয়েছে। এ অলিম্পিক চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
রায়ের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ভিতালি মুতকো বলেছেন, 'মেনে নিতে হলেও এ রায় খুবই হতাশজনক।' ভিতালি মুতকো রাশিয়ার সাবেক ক্রীড়ামন্ত্রী। তাকে অলিম্পিকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
তবে রাশিয়ার বাকি ১৬৯ খেলোয়াড় কোনো দেশের হয়ে নয় শীতকালীন অলিম্পিক স্বাধীনভাবে অংশ নিতে পারবে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি শক্তিবর্ধক ওষুধ নেওয়ার অভিযোগে রাশিয়াকে শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ করে। আদালতে রাশিয়ানরা যুক্তি দেখিয়েছিলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাদের অন্যায়ভাবে বহিষ্কার করেছে।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা