মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩১২ রান লিড নিয়েছে শ্রীলঙ্কা। হাতে রয়েছে আরও দুটি উইকেট। প্রথম ইনিংসের ১১২ রানের লিডের সঙ্গে আজ ৮ উইকেট হারিয়ে আরও ২০০ রান সংগ্রহ করে হাথুরুর নতুন শিষ্যরা।
লঙ্কানদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত আছেন রোশান সিলভা। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন ডিমুথ করুনারত্নে।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে মুস্তাফিজ ৩টি, মিরাজ ও তাইজুল ২টি ও আব্দুর রাজ্জাক একটি উইকেট নিয়েছেন।
বিডিপ্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান