দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে সাজঘরে পাঠিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর পরে আরও দুটি উইকেট নিয়েছেন তাইজুল।
বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে দেশের মাটিতে ৫০ উইকেট নেওয়া এই কীর্তি গড়েন তাইজুল। এর আগে হোম কন্ডিশনে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মর্তুজা।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব