টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে পেছনে ফেললেন শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে চার উইকেট নিয়ে আকরামকে পেছনে ফেলেন তিনি।
১০৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ওয়াসিম আকরামের রয়েছে ৪১৪ উইকেট। বর্তমানে হেরাথের উইকেট ৪১৫, তিনি ম্যাচ খেলেছেন ৮৯টি।
ঢাকা টেস্টের আগে হেরাথের ক্যারিয়ার পরিসংখ্যান ছিলো ৮৮ ম্যাচে ৪১১ উইকেট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১২ ওভারে ৩১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন হেরাথ। তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই উইকেট শিকার করেন তিনি। ১১ দশমিক ৩ ওভার বল করে ৪৯ রানে ৪ উইকেট নেন হেরাথ। ফলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে পাকিস্তানের আকরামকে টপকে যান হেরাথ।
টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ উইকেটের মালিক শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট শিকার করে অবসরে যান মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। তৃতীয় স্থানে থাকা ভারতের অনিল কুম্বলের শিকার ৬১৯ উইকেট।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম