চতুর্থ ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে কোহালিরা। ভারতের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন ধাওয়ান তিনি। এছাড়াও রান পান অধিনায়ক বিরাট কোহালি (৭৫)। অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিংহ ধোনি।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে দু'টি করে উইকেট নেন লুঙ্গি এলগিডি এবং কাগিসো রাবাডা। একটি করে শিকার মর্নি মর্কেল এবং ক্রিস মরিসের। এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারত। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৯০ রান।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত