আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর ৪ গোলের সুবাদে লেস্টার সিটির বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানসিটি। আর ৩ সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন আগুয়েরো।
ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে শনিবার লেস্টারকে ৫-১ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
এর আগে গত ২০ জানুয়ারি নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারাতে তিনটি গোলই করেছিলেন আগুয়েরো।এবারের লিগে এই নিয়ে ২১ গোল করে লিভারপুলের মোহামেদ সালাহকে ছুঁলেন আগুয়েরো। ২ গোল বেশি নিয়ে তালিকার শীর্ষে টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন।
২৭ ম্যাচে ২৩ জয় ও তিন ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৭২। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে দিনের প্রথম ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারানো টটেনহ্যাম ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে এক ম্যাচ করে কম খেলা লিভারপুল (৫১) ও চেলসি (৫০)। ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৭ ম্যাচে ৪৫।
বিডিপ্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান