ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে পিএসজি-রিয়াল মাদ্রিদ ম্যাচের দিকে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আগামী বুধবার মুখোমুখি হবে এই দুই দল। আর হাইভোল্টেজ এই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিটাও দারুণভাবে সারল জিনেদিন জিদানের শিষ্যরা। গতকাল লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্চিয়ানো রোনালদোর দল।
এদিন সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের প্রথম মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন লুকাস ভাসকেজ। ২৭ মিনিটে মার্সেলোর ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৩৪ মিনিটে তৃতীয় গোলটা আসে টনি ক্রুসের পা থেকে। বিরতির আগেই (৩৭ মিনিট) দারুণ এক হেডে স্কোরলাইন ৪-০ করে ফেলেন রোনালদো।
পরে ম্যাচের ৭৪ মিনিটে অতিথিদের হয়ে ব্যবধান কমান বাতিস্তা। তবে এর ছয় মিনিট পরই হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ৮৩ মিনিটে অতিথিরা আরেক গোল শোধ করলেও রিয়ালের বড় জয় পেতে সমস্যা হয়নি।
রিয়ালের লিগ শিরোপার আশা প্রায় শেষ হয়ে গেছে। তারা শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে আছে।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ