দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজে দারুণ খেলছে টিম ইন্ডিয়া। আর তারই জের ধরে প্রথম বার সিরিজ জয়ের লক্ষ্যে ওয়ান্ডারার্সে খেলতে নেমেছিল কোহলির দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে প্রোটিয়াদের কাছে ৫ উইকেটে হারতে হয়েছে কোহলিদের। বাকি দু’টি ওয়ানডের মধ্যে একটি জিতলেই ইতিহাস গড়বে ভারত। দলগত মাইলস্টোনে পৌঁছতে এখনও অপেক্ষা করতে হবে বটে, তবে ব্যক্তিগত রেকর্ডে কমতি নেই কোহলিদের।
ব্যাট হাতে ভারত অধিনয়াক একাধিক রেকর্ড গড়েছেন প্রোটিয়া সফরে। এবার জোহানেসবার্গে শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে নতুন নজির ছুঁলেন বিরাট। ওয়ান্ডারার্সে শিখর ধাওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে ১৫৮ রানের পার্টনারশিপ গড়েন কোহলি। দলকে জয়ের মঞ্চে বসাতে দিতে না পারলেও এই পার্টনারশিপেই কোহলি-ধাওয়ান ছুঁয়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন অধিনায়কের গড়া রেকর্ড।
ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় উইকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় মোট আটবার শতরানের পার্টনারশিপ গড়েছিলেন। এখন পর্যন্ত এটিই ছিল ভারতীয় রেকর্ড। জো’বার্গের পর কোহলি-ধাওয়ান দ্বিতীয় উইকেটে মোট আটবার একশো রানের পার্টনারশিপ গড়েন। সুতরাং এই নিরিখে বিরাট-শিখররা ছুঁয়ে ফেলেন সৌরভ-দ্রাবিড়ের অনবদ্য নজির।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ