সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার টি-২০ দলের কোচ হবেন রিকি পন্টিং। সাবেক এই অজি অধিনায়ক নিজেও আগ্রহী এই দায়িত্ব নিতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তার কথা শুরু হয়েছে ইতোমধ্যে।
অবসরের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন পন্টিং। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে কোচিং করিয়েছেন। নিজের দেশে বিগ ব্যাশ টি ২০ লিগে টিভিতে ধারাভাষ্য দিয়েছেন। আগামী আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর পন্টিংই। ফলে টি-২০ ক্রিকেটের সঙ্গে অনেকটাই সম্পৃক্ত হয়ে গেছেন তিনি।
বর্তমান অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যানের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। ২০২০ সালে অস্ট্রেলিয়াতেই হবে টি ২০ বিশ্বকাপ, যা এখনও একবারও জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই আয়োজক দেশ চাইবে ঘরের মাঠে টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে। সেই প্রত্যাশা পূরণে ক্রিকেট অস্ট্রেলিয়া ভরসা রাখছে রিকি পন্টিংয়ের ওপরই।
ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরমেন্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড কথা বলছেন পন্টিংয়ের সঙ্গে। যা স্বীকার করে পন্টিংয়ের মন্তব্য, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া কী চাইছে, জানি। আগামী পরিকল্পনা নিয়ে কথাও চলছে ওদের সঙ্গে। তবে কয়েকটা ব্যাপার নিয়ে আমি ওদের কাছে জানতে চেয়েছি। সেগুলো নিয়ে ওদের মতামত জানাটা জরুরি আগে। আমিও নিজের কিছু ভাবনা জানিয়েছি, কীভাবে আরও ভাল, আরও বিস্ফোরক, আরও ধারাবাহিক হতে পারে আমাদের দল।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর