হোয়াইটওয়াশের আশাভঙ্গ হয়েছে। তবে এজন্য মোক্ষম সময়ে সুযোগ নষ্ট করাই কারণ বলে মনে করেন ভারত অধিনায়ক। তার কথায়, সুযোগ নষ্টের খেসারত দিতে হল দলকে। আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের খেলার অবস্থা বিবেচনায় জেতার যোগ্য ছিলাম না।
এবি ডেভিলিয়ার্সকে আউট করার পর সুবিধাজনক জায়গায় ছিল টিম ইন্ডিয়া। কিন্তু চহলের একই ওভারে দুবার জীবনদান পান ডেভিড মিলার। আর তখনই খেলা ঘুরে যায়। সেটা মানছেন বিরাট কোহলিও। তার কথায়, এবি ডেভিলিয়ার্সকে আউট করার পর খেলা আমাদের দখলে ছিল। তবে দুটো সুযোগ নষ্ট মোড় ঘুরিয়ে দেয়। নো বল বেদনাদায়ক। পরের ম্যাচে ভুল শুধরে নেব আমরা।
তবে সিরিজে এখনও পাল্লাভারী টিম ইন্ডিয়ার। পঞ্চম ম্যাচেই চূড়ান্ত ফয়সলা করতে চাইছেন কোহলি। তিনি বলেন, সেরা ক্রিকেট খেলেই পরের ম্যাচ জিততে হবে আমাদের।