দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ নবী। প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান পূর্ণ করেছেন তিনি।
মাইলফলক ছুঁতে রবিবার শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ নবীর প্রয়োজন ছিল ২৮ রান। সুযোগটা হাতছাড়া করেননি তিনি। সিকান্দার রাজার লেগ স্টাম্পের বলে স্লগ সুইপে স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান মোহাম্মদ নবী। আর এরই মধ্য দিয়ে ব্যক্তিগত ২৩ থেকে ২৯ রানে পৌঁছে যান ডানহাতি এই ব্যাটসম্যান। পরের ওভার আউট হওয়ার আগে করেন ৩১ রান।
মোহাম্মদ নবীর রান এখন ২০০৩, খেলেছেন ৮৮টি ম্যাচ। ৬০ ম্যাচে ১৯৫২ রান নিয়ে দুই হাজারি ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় আছেন মোহাম্মদ শাহজাদ।
তবে মোহাম্মদ নবীর মাইলফলক ছোঁয়ার ম্যাচে ফলাফলটা নিজেদের করে নিতে পারেনি আফগানিস্তান। ব্রেন্ডন টেলরের সেঞ্চুরিতে আফগানদের ১৫৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে জিম্বাবুয়ে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ