চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ওয়েলিংটনে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। তবে মাঠে নামার আগেই নিউজিল্যান্ড শিবিরে হানা দিয়েছে ইনজুরি। পরবর্তী ম্যাচে ইনজুরির কারণে খেলা নিয়ে শঙ্কায় রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
এ ব্যাপারে উইলিয়ামসন জানান, পিঠে তার ব্যথ্যা অনুভব হচ্ছে। আর পরিবর্তন ক্রিকেটার হিসেবে ইতোমধ্যে হেনরি নিকোলসকে দলে নেওয়া হয়েছে।
এদিকে শঙ্কা রয়েছে প্রতিপক্ষের অধিনায়ক ইয়ন মরগানেরও। কেননা সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে কুঁচকির ইনজুরিতে খেলতে পারেননি এ বাঁহাতি ব্যাটসম্যান।
টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে অজিরা। হাতে আরও একটি ম্যাচ রয়েছে তাদের।
ফাইনাল আগামী ২১ ফেব্রুয়ারি অকল্যান্ডে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ