দল বদলের পর কোহলির বেঙ্গালুরু ছেড়ে অজি অলরাউন্ডার ওয়াটসনের নতুন ঠিকানা এখন চেন্নাই। আইপিএলের ১১তম আসরে ধোনির নেতৃত্বে মাঠে নামবেন তিনি। এ ব্যাপারে প্রাক্তন এই অজি অলরাউন্ডার বলেছেন, ‘গ্রেট অধিনায়ক ধোনির নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছি।’
ওয়াটসন আরও বলেন, ‘ধোনির নেতৃত্বে খেলার সুযোগ পাওয়া আমার কাছে গর্বের। ফ্যাঞ্চাইজি হিসেবেও চেন্নাইকে পেয়ে আপ্লুত।’
আইপিএলে এখন পর্যন্ত দুটি ফ্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ওয়াটসন। ২০০৮-২০১৫ পর্যন্ত রাজস্থান রয়্যালসে খেলেছেন এই ক্রিকেটার। এরপর রাজস্থান রয়্যালস ফ্যাঞ্চাইজি নির্বাসিত হলে, শেষ দুই মরশুম কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ক্রিকেট বিশ্লেষকরা অবশ্য বুড়ো ঘোড়া ওয়াটসনকে নেওয়াটা চেন্নাইয়ের অন্যতম ভুল সিদ্ধান্ত বলে মনে করছে। অলরাউন্ডার হিসেবে কেরিয়ারের সেরা ফর্মের ধারেকাছে নেই অজি তারকা। শেষ মরশুমে কোহলির দলেও একাধিক ম্যাচে তাকে বাইরে বসতে হয়েছে। তবে ৩৬ এর ওয়াটসন আশাবাদী ধোনির নেতৃত্বে তিনি নতুন করে চমক দেখাবেন।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ