রাজস্থান রয়্যালসের মেন্টর হিসেবে আইপিএলে ফিরলেন শেন ওয়ার্ন। তার অধিনায়কত্বে প্রথম বছর চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। সেই স্মৃতি নিয়েই আবার তার পুরানো দলে ফিরছেন অস্ট্রেলিয়ার এই সাবেক লেগ স্পিনার। আগেই বলেছিলেন খুব দ্রুত আইপিএল নিয়ে কিছু ঘোষণা করবেন। সেই মতো কথা রাখলেন তিনি।
ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে তিনি নিজের আইপিএলে ফেরার কথা ঘোষণা করলেন। সেখানে তিনি বলেন, ‘‘আমি কথা দিয়েছিলাম বড় কিছু ঘোষণা করব। আমি এই আসরে আইপিএলে রাজস্থান রয়্যালসে টিম মেন্টর হিসেবে যোগ দিচ্ছি। রয়্যালসের দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। মুখিয়ে রয়েছি ফিরে যাওয়ার জন্য।’’
ওয়ার্ন আরও বলেন, ‘‘রাজস্থান রয়্যালসের সঙ্গে আমার অনেক ভাল স্মৃতি রয়েছে। বিশেষ করে ২০০৮। আইপিএলের অভিষেক বছরেই আমরা জিতেছিলাম। ভারতের সমর্থকরা সব সময়ই আমার পাশে থেকেছে আমার পুরো ক্যারিয়ারে। কিন্তু ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে যে সমর্থন পেয়েছি সেটা অনবদ্য।’’
গড়াপেটার অভিযোগ কাটিয়ে দু’বছর পর আবার আইপিএলে ফিরেছে রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্নের মতে, দারুণ দল তৈরি করেছে রাজস্থান। তার বিশ্বাস ২০১৮ সালে ভাল করবে তার দল। রাজস্থানই এবার সব থেকে বেশি দামে কিনে নিয়েছে বেন স্টোকস ও জয়দেব উনাদকট। এছাড়া স্টিভ স্মিথ, অজিংকা রাহানের মতো প্লেয়াররাও রয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর