নিজেদের মাটিতে বাঘ, বিদেশের মাটিতে কুপোকাত। ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে নিয়ে এমন কথাই ঘোরে ভারচুয়াল দুনিয়ায়। ওয়ানডে ক্যারিয়ারে দু'টি দ্বিশতরান নিজের ঝুলিতে থাকলেও বিদেশের মাটিতে তেমন দাঁত ফোটাতে পারেন না তিনি।
কিন্তু মঙ্গলবার ফের একবার নিন্দুকদের চুপ করিয়ে দিলেন রোহিত শর্মা। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে প্রোটিয়া বোলারদের ছাতু করে ক্যারিয়ারের ১৭তম শতরান হাঁকিয়ে সমালোচকদের জবাব দিলেন এই ভারতীয় ওপেনার।
এই ম্যাচের আগে সিরিজে সর্বোচ্চ স্কোর ছিল তার ২০ রান। সবমিলিয়ে চার ম্যাচে সাকুল্যে ৪০ রান করেছিলেন। চাপ ছিলই। সমালোচকদের খোঁচাও ছিল। এদিন সিরিজে নিজের সেরা ইনিংস খেলে আপাতত স্বস্তিতে ফিরলেন রোহিত। ১২৬ বলে ১১৫ রানের ঝকঝকে ইনিংস খেলে লুঙ্গি এনগিডির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর