এক নজরে দেখে মনে হতেই পারে হয়তো বিরাট কোহলি। তবে এমনটা ভাবলে বোকা বনে যাবেন। আসলে যার ছবি দেখে ভারতের ক্রিকেট অধিনায়ক ভেবে চমকে যাচ্ছেন, তিনি কোহলি নন। আসলে তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও।
মেকআপের সাহায্যে তিনি সেজেছেন ‘কুখ্যাত’ ব্রিটিশ জঙ্গি। সেই সাজে যেন ফুটে উঠেছে হুবহু বিরাট কোহলির মুখ। চলতি মাসের ২০ তারিখেই মুক্তি পাচ্ছে হানসাল মেহতার ছবি ‘ওমার্তা’। সেই ছবিতেই পাক বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি আহমেদ উমর সাঈদ শেখের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। ডার্ক চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য চাপ দাড়ি সম্বলিত সে রূপে দেখা গিয়েছে রাজকুমারকে, সেখানে যেন বিরাটের প্রতিবিম্ব।
তবে নেগেটিভ এই চরিত্রের জন্য নয়, ছবিতে বিরাট কোহলির ‘লুক-অ্যালাইক’ হওয়ার জন্যেই প্রচারে এসেছেন রাজকুমার। সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলে দিয়েছে রাজকুমারের বিরাট রূপ। রাজকুমারের ‘লুক’ লিক হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির বায়োপিকের কাজ চলছে কিনা সেই গুঞ্জন উঠেছিল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর