ডেলে আলির জোড়া গোলের সুবাদে অবশেষে চেলসির মাঠে জয় পেয়েছে টটেনহ্যাম। দীর্ঘ ২৮ বছর পর স্ট্যামফোর্ড ব্রিজে জয় নিয়ে ফিরেছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
স্থানীয় সময় রবিবার বিকালে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে হটস্পাররা। স্প্যানিশ স্ট্রাইকার মোরাতার গোলে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় চেলসি। ৪৩তম মিনিটে দারুণ শটে টটেনহ্যামকে সমতায় ফেরান ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেন।
৬২তম মিনিটে ডেলে আলির দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় টটেনহ্যাম। আর ৬৬তম মিনিটে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আলি। হিউং-মিনের দুটি প্রচেষ্টা কাবাইয়েরো ঠেকিয়ে দেওয়ার পর জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান তিনি।
চেলসির মাঠে শেষ ২৭ লিগ ম্যাচে জয়শূন্য ছিল টটেনহ্যাম; ১৮টি জিতেছিল স্বাগতিকরা, ৯টি ড্র। এর আগে সবশেষ টটেনহ্যাম এখানে জিতেছিল ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে, ২-১ গোলে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান