জমে উঠেছে আসন্ন আইপিএল। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো, সেই সাথে চলছে শিরোপা জয়ের নানা পরিকল্পনা। আর তারই জের ধরে দলের ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করে তুলতে এবার এগিয়ে এলেন নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খান।
দলের জন্য সম্প্রতি একটি বিশেষ ফটোশুটে হাজির হয়েছিলেন এই বলিউড বাদশা। পরনে কেকেআরের বেগুনি রংয়ের শার্ট। বুকের বাঁদিকে কলকাতা নাইট রাইডার্সের লোগো। শাহরুখকে আকর্ষণীয় দেখাচ্ছিল। সেই ছবি শনিবার শাহরুখ নিজেই টুইট করেন। সঙ্গে বার্তা, ‘বছরের কেকেআর সময় এসে পড়ল... আবার। করব লড়ব জিতব’।
এদিকে কেকেআরের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও বার্তায় সহ-অধিনায়ক উথাপ্পা বলেছেন, ‘‘আগামী সপ্তাহটা আমাদের সকলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতি।’’
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ