দীর্ঘ ৯ বছর পর করাচি ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ক্রিকেট। আর সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু করলো পাকিস্তান। এদিন স্বাগতিকদের ২০৩ রানের জবাবে ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ৬০ রানে।
রবিবার রাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ব্যাট করে এ সংস্করণে দ্বিতীয়বারের মতো নিজেদের সর্বোচ্চ ২০৩ রান করে সরফরাজ বাহিনী। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ব্যাট করতে থাকেন তারা। দুই ওপেনার বাবর আজম ও ফখর জামান মিলে ৫ ওভারেই তুলে ফেলেন ৪৬ রান। বাবর আজম ১৩ বলে ১৭ রান করে ফিরলেও ২৪ বল খেলে ব্যক্তিগত ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের চাকা সচল রাখেন ফখর জামান।
এরপর অধিনায়ক সরফরাজ আহমেদের সাথে ৪৯ বলে ৭৫ রানের জুটি গড়েন তিন নম্বরে ব্যাট করতে নামা অলরাউন্ডার হুসাইন তালাত। ৩৭ বলে ৪১ রান করে রান আউটে তিনি কাটা পড়লেও সরফরাজ খেলেন ২২ বলে ৩৮ রানের দুর্দান্ত আরেকটি ইনিংস। আর শেষ দিকে শোয়েব মালিক ও ফাহিম আশরাফ ঝড় তুললে ৫ উইকেট হারিয়ে ১০৩ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। মালিক ১৪ বলে ৩৭ ও ফাহিম ৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে ১৩.৪ ওভারে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। যা এ সংস্করণে তাদের সর্বনিম্ন রান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ১৮ রান আসে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ আমির ও মালিক। ভেরাসামি পেরমল ইনজুরিতে পড়ায় ১০ জন নিয়ে ব্যাট করতে হয় সফরকারীদের।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৮/মাহবুব