বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে পুড়ঠে পুরো টিম অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বে চলছে তীব্র সমালোচনা। তবে দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিসের মতে, স্টিভেন স্মিথদের বল বিতর্ক অহেতুক বিশ্ব ক্রিকেটের সময় নষ্ট করছে।
রবিবার বাইপাসের ধারে টিম হোটেলে নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠান ছিল নাইট রাইডার্সের। সেখানেই বল বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন নাইট কোচ। তবে অসিদের এই ঘটনা যে একেবারেই কাম্য নয়, সে কথা স্বীকার করে নিয়েছেন কালিস।
তিনি বলেন, ‘আমি মনে করি বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে প্রচারমাধ্যমে প্রচুর কথা হচ্ছে। আমার মনে হয় এটা প্রত্যেকের সময় খরচ করছে। সুতরাং আমি এ প্রসঙ্গে নতুন করে আর কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলতে পারি, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে এটা একটা ওয়েক-আপ কল। তবে এই ম্যাচটার পর এটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমরা ক্রিকেটের স্পিরিট মেনেই মাঠে খেলব।’
বিষয়টা নিয়ে তিনি যে নিজের দলের ক্রিকেটারদের চাপে রাখবেন, সে কথা স্বীকার করে নিয়েছেন ক্যালিস। বলেন, ‘কেকেআর অতীতে যেভাবে খেলেছে, এবারও সেভাবেই খেলব।’ শুধু তাই নয়, আরও যোগ করে কালিস বলেন, ‘কী করছ, তা নিয়ে বিশ্বের সব ক্রিকেটারদের সতর্ক হওয়ার সময় এসেছে।’
এদিকে, চোটের কবলে পড়ে ছিটকে যাওয়া মিচেল স্টার্কের পরিবর্তে কাউকে এখনও চূড়ান্ত করতে পারেননি নাইট কর্তৃপক্ষ। তবে ক্রিস লিন ও মিচেল জনসন আজ, সোমবার দলের সঙ্গে যোগ দেবেন বলেও জানানো হয়েছে নাইটদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ