আসন্ন আইপিএলকে সামনে রোখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। শিরোপা জয়ের জন্য চলছে নানা পরিকল্পনা। আর তারই জের ধরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক বলেছেন, গৌতম গাম্ভীরের যে মাপকাঠি নির্ধারণ করে গেছেন, সেটা ধরে রাখাই হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
কার্তিক বলেন, ‘কেকেআর নেতা হিসেবে গৌতম যা যা কীর্তি অর্জন করেছে, তা অনবদ্য। টিম ম্যানেজমেন্টও আমার থেকে ওরকম কিছুই প্রত্যাশা করবে, সেটাই স্বাভাবিক। অবশ্যই নেতা হিসেবে সেটা আমার কােছ একটা চাপ। ফলে আপাতত আমার লক্ষ্য প্লে-অফ। মনে করি আমি এমন জায়গায় রয়েছি, যেখান থেকে দলের সেরাটা বের করে আনতে পারব।’
শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফির দুর্দান্ত সেই ইনিংসের প্রসঙ্গে নাইট অধিনায়ক বললেন, ‘নিঃসন্দেহে ওটা আমার কাছে স্মরণীয় ইনিংস। তবে এখন সেটা অতীত।’
আইপিএলে সম্পর্কে কার্তিকের কথায়, ‘সবটাই নির্ভর করবে আমি কোন জায়গায় ব্যাট করতে নামছি তার ওপর। আইপিএল হচ্ছে এমন একটা ফরম্যাট, যেখানে অনেক জটিল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। তবে মাঠে নেমে সবসময় নিজের সেরাটা দেওয়ার ওপরই জোর দেব।’
শুধু গম্ভীর নয়, নেতা কোহলির সঙ্গেও তার তুলনা শুরু হয়েছে। কলম্বো ফাইনালের মারমুখী ইনিংসের পর প্রশ্ন উঠছে, তা হলে কি আইপিএলেও নেতা কার্তিকের মধ্যে কোহলির আগ্রাসন দেখা যাবে? শুনেই হেসে ফেললেন তিনি। তারপর পাল্টা বললেন, ‘আমি একজন সাধারণ মানুষ। আমারও মাথা গরম হয়। তবে কিছুটা হলেও আমার ধৈর্য্য রয়েছে। ফলে দলের থেকে সেরাটা বের করে আনতে আমাকেও আগ্রাসন দেখাতে হবে, এমন কোনো কথা নেই। দলের এই ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আশা করি ওদের সেরাটা বের করে আনতে পারব।’
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ