ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামি আইপিএল শুরুর ঠিক পাঁচদিন আগে দিল্লি ডেয়ারডেভিলসের অনুশীলনে যোগ দিলেন। ক্রিকেটই তার জীবন। ক্রিকেট মাঠই তাকে দিতে পারে এখন অক্সিজেন। সেই কারণে কাল বিলম্ব না করে নেমে পড়লেন মাঠে। আসন্ন আইপিএল-এ তার বেশ কয়েকটি ভালো পারফরম্যান্স আমজনতার স্মৃতি থেকে মুছে দিতে পারে হাসিন জাহানের আনা মারাত্মক সব অভিযোগ- এমনটিই মনে করছেন সামি ভক্তরা।
যদিও গত একমাস ধরে সামির ব্যক্তিগত জীবনে ঝড়ঝঞ্ঝা কম যায়নি। হাসিন তার স্বামীর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ এনেছিলেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অবশ্য সামির বিরুদ্ধে আনা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে। এর মধ্যেই গাড়ি দুর্ঘটনার কবলেও পড়তে হয় সামিকে। সেই আঘাত গুরুতর না হলেও মাথায় নয়টি সেলাই পড়ে সামির। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দেন।
এবেলা'র খবরে বলা হয়, সব কিছুকে দূরে ঠেলে খেলায় মনোযোগ দিয়েছেন ভারতের এই তারকা বোলার। সোমবার প্রথমে ফিটনেস অনুশীলন ও ক্যাচ প্র্যাকটিস করেন। পরে ওয়ার্ম-আপ ম্যাচেও নামেন তিনি। এখন দেখার বিষয় হলো- ব্যক্তিগত জীবনের ঝড় কাটিয়ে সামি বাইশ গজে ঝড় তুলতে পারেন কিনা!
উল্লেখ্য, সম্প্রতি সামির স্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে ফেসবুক ম্যাসেঞ্জারে একজন নারীর সঙ্গে মহম্মদ সামির চ্যাটের স্ক্রিন শট দিয়েছেন। সেই সঙ্গে লিখেছেন, ‘সামি’স এনজয়মেন্ট’। স্বাভাবিকভাবেই সেই পোস্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। এর আগেও স্ত্রীর ছবি পোস্ট করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সামি।
বিডি প্রতিদিন/এ মজুমদার