সময়টা দারূণ যাচ্ছে পাকিস্তানের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮২ রানের জয় পেয়েছে শোয়েব মালিক-মোহাম্মদ আমিররা। আর তাতেই ৩ ম্যাচের সিরিজটি নিজেদের করে নিল স্বাগতিকরা।
সোমবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে পাকিস্তান। যা এ সংস্করণে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে ১২৩ রানেই সব উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
এদিন টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে তারা। ইনিংসের শুরুতে ফখর জামান আউট হলেও বাবর আজম এবং তালাতের ব্যাটের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ক্যারিবিয়ানরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন বাবর। অপরাজিত থাকলেও মাত্র তিন রানের জন্য টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করতে পারেননি এই ওপেনার। ১৬৭.২৪ স্ট্রাইকরেটে ১৩টি ৪ ও একটি ছক্কা মারেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
এদিকে, ২০৬ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ১২৩ রানের থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। পাকিস্তানের বোলারদের তোপে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন চাদউইক ওয়ালটন। পাকিস্তানের হয়ে ২২ রান দিয়ে তিনটি উইকেট নেন বাঁহাতি পেসার আমির।
ম্যাচসেরা হয়েছেন বাবর আজম।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ