ক্রিকেটে অসাধারণ অবদান রাখার ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ খেতাব লাভ করলেন মহেন্দ্র সিং ধোনি।
সোমবার তার হাতে পদ্মভূষণ খেতাব তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক লেফট্যানেট কর্নেল পদ লাভ করা ধোনি সামরিক পোশাকে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন পদ্মভূষণ খেতাব গ্রহণের জন্য। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্র মন্ত্রী সুষমা সরাজসহ অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব।
ধোনিসহ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মোট ১১ জন এপর্যন্ত পদ্মভূষণ খেতাব পেয়েছেন।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন