রিয়াল-জুভেন্টাসের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। আর গতবারের দুই ফাইনালিস্ট এবার মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালেই। তবে জুভেন্টাসকে মোটেও হালকা করে নিচ্ছেন না জিনেদিন জিদান।
তাই ম্যাচের আগের দিন শিষ্যদের সতর্ক করে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘আমরা একটি ভালো ম্যাচ খেলার চেষ্টা করব। ১০ মাস আগের প্রভাব এই ম্যাচে পড়বে না। এটি আরেকটি ম্যাচ, পুরোপুরি আলাদা।’
জিদান আরও বলেন, ‘জুভেন্টাস সব সময়ই শক্তিশালী দল, যা তারা দেখিয়েছে। তারা পরিপূর্ণ একটি দল। ডিফেন্স, মিডফিল্ড, আক্রমণে তারা কী করতে পারে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তাদের দারুণ মৌসুম কাটছে। আমি তাদের ম্যাচ দেখেছি। আমি ইতালিয়ান লিগের সমালোচনা করে কোনো মন্তব্য করতে পারব না, কিন্তু জুভেন্টাসের ভালো একটি স্টাইল আছে’
শেষ আটের প্রথম লেগে তুরিনে আজ রিয়ালকে আতিথ্য দেবে জুভেন্টাস।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ