চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মঙ্গরবার মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। তার আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে জুভিদের সতর্কই করে দিয়েছেন ইতালিয়ান গ্রেট ডিনো জফ।
রোনালদোকে অপ্রতিরোধ্য উল্লেখ করে ৭৬ বছর বয়সী জফ বলেন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ৩৩ বছর বয়সী রোনালদোর গোলস্কোরিং থামানো যাবে না।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনালদো একজন অবিশ্বাস্য খেলোয়াড়। যখন আপনি তাকে সামনে পাবেন, সব সময়ই মনোনিবেশ করে থাকতে হবে। আপনি একটা অাশাই করতে পারেন যে সে যেন মিস করে।’
এর আগে রোনালদোর জোড়া গোলেই গত বছরের শিরোপা লড়াইয়ে জুভিদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় স্প্যানিশ জায়ান্টরা।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ