বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য একটি নাম তামিম ইকবাল। দীর্ঘ দিন ধরেই আস্থার সঙ্গে ওপেনিং করে আসছেন এ তারকা ক্রিকেটার। তামিম যতক্ষণ ক্রিজে থাকেন ততক্ষণ ব্যাটিং নিয়ে অনেকটাই নির্ভার থাকে দল। বর্তমানে হাঁটুর চোটে পুনর্বাসন প্রক্রিয়ায় যুক্ত আছেন তামিম। যার ফলে খেলতে পারছেন না ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগে।
আর লিগে না খেলতে পারার আক্ষেপটাই জড়ল কথায়-‘ঢাকা লিগ খেলতে খুব উপভোগ করি। দুর্ভাগ্য, ইনজুরির কারণে খেলা হল না। ঘরোয়া ক্রিকেটের এমন একটা লিগ যেটা সবচেয়ে বেশি উপভোগ করি। এটার কোয়ালিটি অব ক্রিকেট অনেক উঁচুতে। এরকম লিগে না খেলতে পেয়ে আমি হতাশ। আবার মনে হয় ইনজুরি থেকে সেরে ওঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে জাতীয় দলের অনেক খেলা আছে। আশা করি তার আগেই সেরে উঠবো।’
গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলেছিলেন তামিম। এবার কলাবাগান ক্রীড়া চক্রে নাম লেখালেও খেলা হয়নি একটি ম্যাচও। মাশরাফি ও আশরাফুলের নৈপুণ্য দেখে তাই আফসোসটাই করছেন দেশ সেরা এ ব্যাটসম্যান।
বিডিপ্রতিদিন/ ই জাহান