ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলোয়াড় আচরণবিধি ভঙ্গ করায় পাকিস্তানের তরুণ লেগ-স্পিনার শাদাব খানকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাকে ম্যাচ ফি’র ২০ শতাংশ ও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থাটি।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার চাঁদউইক ওয়ালটনকে বোল্ড করার পর তাকে প্যাভিলিয়নের পথ দেখান শাদাব। যা আইসিসির আচরণবিধির ২.১.৭ ধারা ভঙ্গের মধ্যে পড়ে। ফলে অন-ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারি তাকে এ শাস্তি দেন।
ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করে নেন শাদাব। তাই কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দু’টি টি-২০তে ব্যাট করার সুযোগ না পেলেও, বল হাতে ৩ উইকেট নিয়েছেন শাদাব।
বিডি প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম