ফুটবল ক্লাব ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়ল স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনা। লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন কাতালান ক্লাবটির দখলে। শনিবার ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন এই ইতিহাস গড়ে আর্নেস্তো ভালভার্দের দল।
এর আগে, ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত স্পেনের শীর্ষ লিগে টানা ৩৮ ম্যাচে অপরাজিত ছিল রিয়াল সোসিয়েদাদ। লেগানেসকে হারিয়ে সোসিয়েদাদের সেই রেকর্ড আগেই ছুঁয়েছিল বার্সা। আর সেই ধারাবাহিকতায় শনিবার ভ্যালেন্সিয়াকে হারিয়ে ক্লাব ফুটবলের অনন্য রেকর্ডের পাশে নিজেদের নাম লিখিয়েছে বিশ্বসেরা তারকা ফুটবলার মেসির ক্লাব।
সোসিয়েদাদ রেকর্ড গড়েছিল দুই মৌসুম মিলিয়ে। আর এবার বার্সার নতুন রেকর্ডটাও দুই মৌসুম মিলিয়ে। লুইস এনরিকের অধীনে গত মৌসুমে শেষ সাত ম্যাচ জিতেছিল বার্সা। আর সেখান থেকেই এই মৌসুম শুরু করেন ভালভার্দে।
ভালভার্দের অধীনে এই মৌসুমে লিগের প্রথম ৩২ ম্যাচেই অপরাজিত থাকল বার্সা।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ