আইপিএলের চলতি আসরে শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে বার বার আঘাত হানছে ইনিজুরি। আর তারই জের ধরে এবার পায়ে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন কমলেশ নাগারকোটি। তার পরিবর্তে পেসার প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে নিয়েছে কলকাতা।
নাগারকোটি কেকেআরের হয়ে একটিও ম্যাচ খেলেননি। আর এরই মধ্যে আইপিএল থেকে ছিটকে যেতে হলো তাকে। অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে আইপিএলে ৩.২ কোটি টাকায় ডানহাতি পেসারকে দলে নেয় শাহরুখের ফ্র্যাঞ্চাইজি।
উল্লেখ্য, এর আগে চোটের কারণে কলকাতা শিবির থেকে ছিটকে পড়েন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তাকে ৯.৪ কোটি টাকায় দল নিয়েছিল কেকেআর।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ