আইপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস। স্যামসনের ৪৫ বলে ১০ ছক্কা এবং ২টি বাউন্ডারির সাহায্যে গড়া ৯২ রানের ইনিংসে ভর করে ২১৭ রানের পাহাড় গড়ে রাজস্থান।
রাহানে ৩৬ রান করে উমেশ যাদবকে ক্যাচ দিয়ে ক্রিস ওকসের বলে সাঝঘরে ফেরেন। অন্যদিকে ১১ রান করে চাহালের বলে ডি ককের ক্যাচ প্যাভিলিয়নের পথে হাঁটেন ডি’অর্কে শর্ট।
এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ২১ বলে ২৭ রান করে ফেরেন তিনি। এরপর সঞ্জু স্যামসনের সাথে দলের রানের চাকা এগিয়ে নিতে মাঠে নামেন জস বাটলার। তবে তিনি ১৪ বলে ২৩ রান করে কোহলিকে ক্যাচ দিয়ে ক্রিস ওকসের ফেরেন।
তবে দুর্দান্ত ব্যাটিং করেন স্যামসন। ৪৫ বলে ৯২ রান করে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে ৫ বলে ১৪ রানে অপরাজিত রাহুল ত্রিপাদি। এরই ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান করে রাজস্থান। জয়ের জন্য কোহলির প্রয়োজন ২১৮ রান।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/আরাফাত