বিরাট কোহলির ঝড়ো হাফসেঞ্চুরি পরও ঘরের মাঠে রাজস্থানের কাছে হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাই-স্কোরিং ম্যাচে বিরাটদের মাঠে ১৯ রানের জয় তুলে নিয়েছে অজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস।
ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার দিয়ে একাদশ আইপিএল অভিযান শুরু করে বেঙ্গালুরু। পরের ম্যাচে অবশ্য জয় পায় আরসিবি। তবে তৃতীয় ম্যাচে আবারও হার কোহলিদের।
রবিবার বিকালে টস হেরে প্রথমে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস। সফরকারীদের হয়ে ৪৫ বলে ১০ ছক্কা এবং ২টি বাউন্ডারির সাহায্যে ৯২ রানের ঝড়ো ইনিংস খেলেন স্যামসন।এছাড়া রাহানের ৩৬, বেন স্টোক ২৩ ও জস বাটলারের ২৭ রানের ওপর ভর করে ২১৭ রানের পাহাড় গড়ে রাজস্থান।
জবাব দিতে নেমে বেঙ্গালুরু শুরুতেই ব্রেন্ডন ম্যাককালামকে হারালেও ডি ককের সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু ৩০ বলে ৫৭ রান করে কোহলি আউট হলেও বেঙ্গালুরু তাকিয়ে ছিল এবি ডিভিলিয়ার্সের দিকে। কিন্তু এদিন ১৮ বলে ২০ রানের বেশি করতে পারেননি মারকুটে এই প্রোটিয়া ব্যাটসম্যান।
তবে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে শেষ লড়াইটা করেন মানদীপ সিং। যদিও ওয়াশিংটনের ১৯ বলে ৩৫ এবং মানদীপের অপরাজিত ২৫ বলে ৪৭ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/আরাফাত/মাহবুব