পরিসংখ্যান বলে দেয় ক্রিস গেইলের ব্যাট কতটা চওড়া। আর কতটা তাণ্ডব দেখাতে পারেন ক্রিকেটের ভয়ঙ্কর এই ওপেনার। গত বিপিএলে তাণ্ডব দেখিয়েছেন গেইল। সেই রেশ কাটতে না কাটতেই এবার একাদশ আইপিএলে তাণ্ডব দেখাল ক্রিস।
রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে প্রীতির পাঞ্জাব। ব্যাটিংয়ে নেমেই ২২ গজে ঝড় তোলেন ক্যারিবীয় দানব। ৩৩ বলে ৪টি ছয় এবং ৭ চারে ৬৩ রানের ইনিংস সাজান গেইল।
হালকা চোটের জন্য চেন্নাই বিরুদ্ধে পাঞ্জাব দলে নেই অক্ষর প্যাটেল। বাঁ-হাতি স্পিনারের বদলে দলে জায়গা পান বরিন্দর স্রান। অন্যদিকে মার্কাস স্টোয়েনিসের বদলে দলে ডাক পান ক্রিস গেইল। আর দলে ফিরেই নিজের কারিশমা দেখানো শুরু করেন গেইল।
যদিও এবারের নিলামে প্রাথমিক পর্যায়ে অবিক্রিত থেকে যান ক্রিস গেইল। পরে বেস প্রাইজের ২ কোটি টাকায় তাকে দলে ভিড়ান প্রীতির কিংস ইলেভেন ফ্র্যাঞ্চাইজি। অশ্বিনের দলে প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান। পাঞ্জাবের হয়ে তৃতীয় ম্যাচে দলে ফিরলেন গেইল।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/আরাফাত