অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এজন্য দরকার মাত্র একটি উইকেট। তাহলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিহেত দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কমপক্ষে ৪ হাজার রান ও ৩০০ উইকেট শিকারের অনন্য মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
গতকাল শনিবার রাতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২৭ রান করে এই ফরম্যাটে ৪ হাজার রান পূর্ণ করেন সাকিব। পাশাপাশি ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজের শিকার সংখ্যা ২৯৯'তে নিয়ে যান তিনি। ফলে আর মাত্র ১ উইকেট পেলেই এই সংস্করণে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কমপক্ষে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হবেন সাকিব।
ইতোমধ্যে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৪ হাজার বা তারও বেশি রান এবং ৩০০ বা তারও বেশি উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ব্যাট হাতে ৫ হাজার ৫৮২ রান করার পাশাপাশি ৪১৩ উইকেট শিকার করেছেন তিনি। টি-২০ ক্রিকেটে ব্রাভোই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/মাহবুব