ইতালিয়ান সিরি ‘আ’র শিরোপা লড়াই জমে উঠেছে। হাড্ডা-হাড্ডি প্রতিযোগিতা চলছে জুভেন্টাস ও নাপোলির চলছে। তবে কাল সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল জুভেন্টাস।
এদিন ঘরের মাঠে খেলতে নেমেছিল জুভেন্টাস। কিন্তু গোল পেতে প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। ৪৩ মিনিটে বদলি হিসেবে নামা ডগলাস কস্তাই মূলত ম্যাচ পরিবর্তন করে দেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গার দলের তিনটি গোলেই ‘অ্যাসিস্ট’ করেছেন।
৪৫ মিনিটে কস্তার ক্রস থেকে ভলিতে বল জালে পাঠিয়ে জুভেন্টাসকে এগিয়ে দেন মারিও মানজুকিচ। ৬০ মিনিটে কস্তার আরেকটি ক্রসে হেডে জুভেন্টাসের হয়ে নিজের প্রথম গোল করেন বেনেডিক্ট হাফিডাস। আর ৭৫ মিনিটে কস্তার বাড়ানো বল থেকে স্কোরলাইন ৩-০ করেন স্যামি খেদিরা।
জুভেন্টাসের আগে কাল মাঠে নেমেছিল নাপোলিও। কিন্তু এসি মিলানের মাঠে গোলশূন্য ড্রয়ের হতাশা সঙ্গী করেছে তারা। অন্যদিকে জুভেন্টাস নিজেদের ম্যাচ জিতে এগিয়ে গেছে ৬ পয়েন্ট।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/ওয়াসিফ