হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স। টানা দু’ম্যাচ হারের পর দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে জয় তুলে নিয়েছে নাইটরা। সুনীল নারাইন, পীযূষ চাওলার যুগলবন্দিতে দিল্লির ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেননি।
এমন জয়ে নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের দাবি, স্পিনাররাই পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচ শেষে স্পিনারদের প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন কার্তিক। তিনি বলেন, ‘রিস্ট স্পিনারদের নেওয়া হয়েছে বিশেষ উদ্দেশ্যে। সেই পরিকল্পনা কাজে দিচ্ছে। প্রত্যেকে দুর্দান্ত বোলিং করেছে।’
বিশেষজ্ঞদের মুখে কার্তিকের অধিনায়কত্ব বারবার প্রশংসিত হয়েছে। আর শ্রেয়শ আয়ারকে যে পরিকল্পনা করে আউট করা হয়ে সে বিষয়টিও জানিয়ে দিলেন তিনি। কার্তিকের কথায়, ‘ওকে নিয়ে আমরা আলাদা পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে দিয়েছে। তবে সব থেকে বড় কথা নীতীশ রানার ক্যাচ। দুর্দান্ত ক্যাচ ধরেছে।’
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ