সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ বুধবার টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠিত হয়। 'এ' গ্রুপে আরও আছে নেপাল, পাকিস্তান ও ভুটান। অন্য গ্রুপে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও শ্রীলংকা।
আগামী ৪-১৫ সেপ্টেম্বর ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সাফের সবশেষ প্রতিযোগিতা হয় ভারতে ২০১৫ সালে। সেবার আফগানিস্তান হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবারের আয়োজনে নেই আফগানিস্তান। বাংলাদেশ শুধু একবার জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপ, ২০০৩ সালে।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৮/ফারজানা