ওভাল টেস্টে ভারতের বিপক্ষে শক্ত অবস্থানে আছে ইংলিশরা। নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়াই শুধু নয়, সোমবার ছিল ইংল্যান্ড ক্রিকেটারদের একের পর এক রেকর্ড করার দিনও।
ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই শিখর ধাওয়ান এবং চেতেশ্বর পূজারাকে তুলে নিয়ে টেস্টে উইকেটপ্রাপকদের তালিকায় গ্লেন ম্যাকগ্রার পাশে উঠে এলেন জিমি অ্যান্ডারসন। দু’জনেরই উইকেট সংখ্যা এখন ৫৬৩। ম্যাকগ্রা নিয়েছেন ১২৪ টেস্টে, অ্যান্ডারসন ১৪৩ টেস্টে।
তবে শুধু অ্যান্ডারসনই নন, স্টুয়ার্ট ব্রডও একটি নজির গড়ার সামনে এসে দাঁড়িয়েছেন। এ দিন বিরাট কোহালিকে আউট করে ব্রড পৌঁছে গেছেন ৪৩৩ উইকেট। তিনি ইতিমধ্যেই টপকে গেছেন রিচার্ড হ্যাডলিকে। আর দুই উইকেট পেলেই এই ইংরেজ পেসার পিছনে ফেলে দেবেন কপিল দেবকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ