বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। যে কোন শক্তিশালী প্রতিপক্ষই তার জন্য রাখে বিশেষ পরিকল্পনা। অধিনায়কত্বের তার রেকর্ড দারুণ। তবে কোহলির একটি খারাপ দিক বের করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভনের মতে, রিভিউ নেয়ার ক্ষেত্রে কোহলি সবার চেয়ে বাজে।
সিরিজ হেরেই ইংলিশদের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে কোহলি দুটি রিভিউ নেন। একটিও ভারতের পক্ষে যায়নি। প্রথম ঘটনাটি ঘটে দশম ওভারের দ্বিতীয় বলে। ইংলিশ ওপেনার কিটন জেনিংস জাদেজার বল খেলতে গিয়ে প্যাডে লাগান। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে কোহলি রিভিউ নেন। দেখা যায় ইমপ্যাক্ট আউটসাইড অফ।
দ্বিতীয়টি ১২তম ওভারের শেষ বলে। জাদেজার আরেকটি ডেলিভারি অ্যালিস্টার কুকের প্যাডে লাগে। কোহলি এবারও রিভিউ ডাকেন। ফলাফল একই।
এরপর ভন টুইটারে লেখেন, ‘বিরাট পৃথিবীর সেরা ব্যাটসম্যান…বিরাট পৃথিবীর সবচেয়ে বাজে রিভিউয়ার।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ